Dr. Syed mujtoba ali jole dangaya
Ebook : jole dangaya
প্রিভিউ :
বন্দর থেকে জাহাজ ছাড়ার কর্মটি সবসময়ই এক হুলুস্থুল ব্যাপার, তুমুল কান্ড। তাতে দুটো জিনিস সকলেরই চোখে পড়ে, সে দুটো-ছুটোচুটি আর চেচামেচি।
তোমাদের কারো কারো হয়তো ধারনা যে সায়েব-সুবোরা যাবতীয় কাজকর্ম সারা করে যতদুর সম্বব চুপিসারে আর আমরা চিতকারে চিতকারে পাড়ার লোকের প্রান অতিষ্ঠ না করে কিছুই করে উঠতে পারি নে। ধারনাটা যে ভুল সে কথা আমি বলবো না।...
প্রিভিউ :
বন্দর থেকে জাহাজ ছাড়ার কর্মটি সবসময়ই এক হুলুস্থুল ব্যাপার, তুমুল কান্ড। তাতে দুটো জিনিস সকলেরই চোখে পড়ে, সে দুটো-ছুটোচুটি আর চেচামেচি।
তোমাদের কারো কারো হয়তো ধারনা যে সায়েব-সুবোরা যাবতীয় কাজকর্ম সারা করে যতদুর সম্বব চুপিসারে আর আমরা চিতকারে চিতকারে পাড়ার লোকের প্রান অতিষ্ঠ না করে কিছুই করে উঠতে পারি নে। ধারনাটা যে ভুল সে কথা আমি বলবো না।...
Leave a Comment