Dr. Syed mujtoba ali dhupchaya
Ebook : Download : dhupchaya
সুচীপত্র:
রসগোল্লা, চাপরাসী ও কেরানী, চিল্কা, বাঙ্গালী, সুকুমার রায়, ভাষার জমা খরচ, দর্শনচর্চা, লেসে ফ্যের, মার্কিনি তাত, বাঙ্গালী মেনু, রন্ধন-যজ্ঞ, বাশবনে, বাঙলার গুন বা জর্মন গুনী [আরো অনেক]
প্রিভিউ :
দেশভ্রমন - ছেলেবেলায় মাস্টারমশাই গোরু সন্মন্ধে রচনা লিখতে হুকুম দিতেন। এখনও মনে পড়ছে, তালুর ব্রক্ষরন্ধ্র দিয়ে ধোয়া বেরীয়ে যেত কিন্তু কিচুতেই ভেবে পেতাম না, গোরু সম্পর্কে লিখব কি? শেষটায় মনে হত, আমি একটা আস্ত গোরু, না হলে গোরু সম্পর্কে খিছুই লিকতে পারছিনে কেন...
Leave a Comment